মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার আখানগর রেলস্টেশনের উত্তরে ট্রেনের ধাক্কায় ছেলের চোখের সামনেই ১ বৃদ্ধ বাবা গোলাম রব্বানীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৮টায় দ্রুতজান (৭৫৮) ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। তিনি কানে শুনতে পেতেন না এবং বাকপ্রতিবন্ধী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রব্বানী তার ছেলে টুনু মুনছি ও এক আত্মীয় মান্ডার সাথে কৃষি কাজে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থালেই তিনি প্রাণ হারান।
ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুত্বপূর্ণ একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।