বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় টানা ঝড়-বৃষ্টিতে বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা ধান, ভুট্টা, সবজি ও ফলবাগান। হঠাৎ এমন দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকেরা। হরিপুর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের অন্তত ১০ হেক্টর ইরি-বোরো ধানখেত, ১২ হেক্টর ভুট্টাখেত, ৩ হেক্টর সবজি জমি এবং ১ হেক্টর ফলবাগান ডুবে গেছে।
নুনা গ্রামের কৃষক সাদ্দাক আলী পাকা ধানের খেতে দাঁড়িয়ে হতাশার সাগরে ভাসছেন। তিনি বলেন, ‘সাত বিঘা জমিতে ধান করছিলাম। ধান পেকে গেছে, কিন্তু পানি ওঠায় কাটতে পারি না। চোখের সামনে ফসল নষ্ট হচ্ছে, কিছুই করতে পারছি না।’ একই গ্রামের আরেক কৃষক আব্দুল রহমান বলেন, ‘বছরের সব সঞ্চয় দিয়ে এই জমিতে ধান করেছি। এখন সব পানির নিচে। সরকার যদি সহায়তা না করে, আমাদের না খেয়ে থাকতে হবে।’ ভুট্টাচাষি মোঃ মোস্তাক বলেন, ‘বৃষ্টির কারণে জমিতে ঢোকা যায় না। ভুট্টা পেকে গেছে, তুলতে পারছি না। এখন আবার বাজারে দামও পড়ে যাচ্ছে।’ আমচাষি মাসুদ বলেন, ‘এই ঝড়-বৃষ্টিতে গাছের সব আম পড়ে গেছে। এত টাকা খরচ করছি, এখন এক টাকাও উঠবে না।’হরিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এ বছর বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক পরিবারগুলো।
হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করা হচ্ছে। তিনি বলেন, বৃষ্টির কারণে ধান, ভুট্টা, সবজি ও ফলের খেত তলিয়ে গেছে। তবে যদি পানি দ্রুত নেমে যায়, তাহলে কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব।