রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী স্যাট ভিশন ক্যাবল টিভি নেটওয়ার্কের আওতাধিন সকল এলাকার গ্রাহক পর্যায়ে চলমান এনালগ বন্ধ করে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ডিজিটাল পদ্ধতি চালু করনে সংবাদক সম্মেলনের করেন ফুলবাড়ী স্যাট ভিশন স্যাটেলাইন ক্যাবল টিভি নেটওয়ার্ক এর পরিচালক প্রভাষক জার্জিস আহম্মেদ।
গত (১০ মে) শনিবার বেলা ১২টায় ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুরে অবস্থিত স্যাট ভিশন ক্যাবল টিভি নেটওয়ার্কের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জার্জিস আহম্মেদ বলেন,আমি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোতিপত্র (লাইন্সেস) নিয়ে প্রায় ৩০ বছর যাবৎ ফুলবাড়ীতে (স্যাট ভিশন) ক্যাবল লাইন সংযোগ (ডিস) ব্যবসা পরিচালনা করে আসছি। আমার ব্যবসা চলা কালে আমি সর্বদাই গ্রাহকের কথা বিবেচনা করে ও গ্রাহক স্বার্থ রক্ষা করে আমার প্রতিষ্ঠানটি পরিচালনা করছি যা অদ্যবধি চলমান রয়েছে।
বাংলাদেশ সরকার ক্যাবল লাইনের গ্রাহক পর্যায় থেকে ভ্যাট ও ট্যাক্স শতভাগ আদায়ের লক্ষে সকল ক্যাবল গ্রাহককে ডিজিটাল লাইনের আওতায় আনতে প্রায় ৫ বছর পূর্বে নোটিশের মাধ্যমে সারাদেশের সকল বৈধ্য ক্যাবল ব্যাবসায়ীদের জানিয়ে দেন। আমিও তার আওতাভুক্ত হওয়ায় গ্রাহককে ডিজিটাল করনের লক্ষে এতদিন সময় আবেদন করে চলেছি। কিন্তু বর্তমান অন্তর্র্বতীকালিন সরকারের সংশ্লিষ্ট্য কর্তৃৃপক্ষ কোন প্রকার সময় দিতে রাজি নন। সেই সাথে আগামী জুনে আমার লাইন্সেস নবায়ন করতে গেলে অবশ্যই আমার লাইনে ৮০ ভাগ ডিজিটাল গ্রাহক থাকতে হবে। এমতাবস্থায় আমার লাইনের সকল গ্রাহককে ডিজিটাল করনের লক্ষে গ্রাহকের অবগতির জন্য আমার নিজস্ব চ্যানেল (স্যাট ভিশনে) প্রায় দুই মাস যাবৎ নোটিশ আকারে প্রচার করি। এরপরেও অনেকে বুঝতে পারে নাই। তাই আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার সম্মানিত সকল গ্রাহককে জানাচ্ছি যে, আমি নিজেও চাই যে, আগের মতো করে লাইন চলুক কিন্তু সরকারের নির্দেশনা অমান্য করে আমি যদি আমার প্রতিষ্ঠান পরিচালনা করি তাহলে আমার প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখিন হবে। বর্তমানে আমাদের পাশ্ববর্তী সকল উপজেলায় প্রায় ডিজিটালের আওতায় চলে এসেছে। আমি সকলকে বিনয়ের সাথে জানাতে চাই যে, ক্যাবল লাইনের ডিজিটাল বক্স কোন অবৈধ্য বক্স নয়। এই বক্স সরকারের নির্দেশনার একটি অংশ। তাই সকলকে ডিজিটাল লাইনের আওতাভুক্ত হওয়ার অনুরোধ করছি।