রবিবার, ২৫ মে ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

ডোমারে খেলার মাঠ যেন জলাবদ্ধতা কেন্দ্র

 

আব্দুর রশিদ,ডোমার(নীলফামারী)প্রতিনিধি

সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতা, অব্যবস্থাপনা ও অবহেলায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে নীলফামারীর ডোমার উপজেলা মিনি স্টোডিয়াম মাঠ।

এক সময় যেখানে সকাল-বিকেল ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলার অনুশীলন করা হতো, সেখানে মাঠের দুরাবস্থার কারণে বিঘ্ন ঘটছে খেলার পরিবেশের।ফলে আগে যখন শিশু-কিশোররা খেলাধুলা করে শারীরিক ও মানসিক বিকাশ ঘটাত, এখন সেখানে তারা সময় কাটায় মোবাইল বা কম্পিউটার গেমে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা ও অসমতল হওয়ায় বৃষ্টির পানি জমে বিভিন্ন জায়গায় কাঁদা জমেছে।  বর্ষাকালে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়ে।

এছাড়াও মাঠের মধ্যে নেই খেলোয়াড়দের বিশ্রামের জায়গা, নেই নিরাপদ খাবার পানির সু-ব্যবস্থা, খেলার মাঠ সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের জন্য নেই  কোনো মাঠকর্মীও। বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে ইট-পাথরের কণা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় পর্যাপ্ত খেলার পরিবেশ পাচ্ছেন না বলে অভিযোগ খেলোয়াড়দের।

খেলোয়াড় জুয়েল ইসলাম জানান,আগে এ মাঠে অনেক বড় বড় টুর্নামেন্ট হতো, বর্তমানে মাঠের এমন দুরবস্থা একটু বৃষ্টি হলেই মাঠ পানিতে ভরে যায় পানির নিষ্কাশন ব্যবস্থা এবং প্রতিনিয়ত খেলোয়াড়দের জন্য  বিশ্রামের এবং বিশুদ্ধ পানি অভাব পড়ে।

এলাকাবাসী মাহির মোহাম্মদ মিলন জানান, মাঠ সংস্কারের জন্য বার বার উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান,দ্রুত মাঠ সংস্কারের উদ্যোগ  নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত