সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ভূরুঙ্গামারীতে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন মেহেরপুর জেলা ও দায়রা জজের যোগদান করলেন মোঃ এস এম নাসিম রেজা নওগাঁ আওয়ামীলীগের পরিত্যক্ত পাটি অফিসে চুরি করতে এসে দেলোয়ার নামে এক যুবকের মৃত্যু!!! নওগাঁয় প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি; ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পঞ্চগড় সদরে বিএনপির সভাপতি আবু দাউদ সম্পাদক মাহফুজুর রহমান গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে নবাবগঞ্জে বাইসাইকেল, সেলাইমেশিন ও হুইল চেয়ার বিতরণ ফুলবাড়ীতে নিত্যপণ্য সামগ্রীসহ হাঁস,মুরগির দাম বৃদ্ধি,বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের।

ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

আব্দুর রশিদ,ডোমার (নীলফামারী)প্রতিনিধি;

২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি)-এর আওতায় নীলফামারীর ডোমারে তিনতলা ভিত বিশিষ্ট স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (৪ঠা মে) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ’র সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান।

উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি কোহিনূর ইসলাম, জেলা স্কাউট কমিশনার মোঃ সাফিউল ইসলাম, ডোমার উপজেলা স্কাউট কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, সহ-কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মেরাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, শালকী মুক্ত মহাদলের সভাপতি অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী সদস্য মোঃ মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্য প্রমুখ সহ অন্যান্য স্কাউটস নেতৃবৃন্দ।

ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বটগাছের চারা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ একটি করে নিম গাছের চারা রোপণ করেন। এর আগে, অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন স্কাউটস সদস্যরা।
উল্লেখ্য, ডোমার পৌরসভার বাস্তবায়নে ঠিকদারি প্রতিষ্ঠান হিসেবে মেসার্স শেখর চন্দ্র সাহা ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করবে। যার চুক্তি মূল্য ১৮ লাখ ১৯ হাজার ৭৩৬ টাকা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত