সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
মো. শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুলাই ২০২৫ থেকে ঢাকা-জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ তথ্য নিশ্চিত করা হয়েছে রবিবার (১৮ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান হজ কার্যক্রম, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে ১ জুলাই থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা-নারিতা-ঢাকা রুটে কোনও ফ্লাইট চলবে না।
যাত্রীদের টিকিট বাতিলের সুযোগ এবং অর্থ ফেরতের ঘোষণা
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী ১ জুলাই ২০২৫ কিংবা তার পরবর্তী তারিখে ঢাকা থেকে জাপানের নারিতায় যাওয়ার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ক্রয় করেছেন, তারা চাইলে কোনো প্রকার অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিটের পুরো অর্থ ফেরত পেতে পারবেন।
এই প্রক্রিয়ায় অর্থ ফেরত পেতে যাত্রীদেরকে বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার বা নির্ধারিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “বর্তমানে হজ ফ্লাইট পরিচালনা, সীমিতসংখ্যক উড়োজাহাজ এবং বর্তমান ব্যবসায়িক পরিবেশ বিবেচনায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এটি সাময়িক এবং ভবিষ্যতে বাজার পরিস্থিতি এবং ফ্লিটের অবস্থা পর্যালোচনা করে আবারও এই রুটে ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হবে।”
এই ঘোষণা জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ থেকে জাপানে ভ্রমণেচ্ছু যাত্রীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, সরাসরি ফ্লাইট বন্ধ হলে যাত্রা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হয়ে পড়বে।
জাপান প্রবাসী সংগঠনের এক প্রতিনিধি বলেন, “ঢাকা-নারিতা রুটটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা বন্ধ হওয়ায় অনেকেই সমস্যায় পড়বে, বিশেষ করে যাদের কর্মস্থলে ফেরার নির্ধারিত সময় রয়েছে। আশা করি, কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করবে।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, পরিস্থিতি অনুকূলে এলে এবং নতুন উড়োজাহাজ যুক্ত হলে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে। তবে আপাতত যাত্রীদেরকে বিকল্প ফ্লাইট এবং রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।