বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

তাবলীগ জামাতের ঘটনায় জড়িতদের বিচার দাবি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (দৈনিক সরেজমিন) : ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার দুপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনায় উদ্বেগ ও এসব দাবির কথা তুলে ধরেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। যাঁদের ইন্ধনে এ ঘটনা ঘটেছে এবং যাঁরা সরাসরি হামলা চালিয়েছে, তাঁদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

আজ বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে আলোচনায় উদ্বেগ এবং এসব দাবির কথা তুলে ধরেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার দুপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনায় উদ্বেগ ও এসব দাবির কথা তুলে ধরেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। যাঁদের ইন্ধনে এ ঘটনা ঘটেছে এবং যাঁরা সরাসরি হামলা চালিয়েছে, তাঁদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

আজ বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে আলোচনায় উদ্বেগ এবং এসব দাবির কথা তুলে ধরেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ফয়জুল করিম বলেন, মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুটি ধারা তৈরি হয়েছে; যা দুঃখজনক হলেও একে কেন্দ্র করে দুই পক্ষের সংঘাতে জড়িয়ে পড়া উদ্বেগজনক এবং মুসলিম উম্মাহর জন্য খারাপ দৃষ্টান্ত। ইসলামের দাওয়াতি মেজাজ, তাবলিগের ইতিহাস, চরিত্র বিবেচনায় এমন হানাহানি ও মৃত্যুর কথা চিন্তাও করা যায় না।

বিবদমান দুই পক্ষের নেতাদের নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করার আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, ‘দেশের সর্বজনস্বীকৃত উলামায়ে কেরাম এবং প্রয়োজনবোধে দেওবন্দ, করাচি ও আরবের সর্বজনস্বীকৃত উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সমস্যার সমাধান করুন। কিন্তু এ ধরনের হানাহানি পরিহার করুন।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আজ বিকেলে কাকরাইলে মারকাজ মসজিদে উপস্থিত হয়ে দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। এ সময় ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান জাফরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত