বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ককে বহিষ্কারের দাবিতে প্রতিবাদ সভা

চট্টগ্রাম প্রতিনিধিঃ ইদ্রিস মিয়াকে আহ্বায়ক এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্যসচিব উল্লেখ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বয়াক কমিটি ঘোষণা করা হয় গত ২ ফেব্রুয়ারি। সেই কমিটি নিয়ে বিতর্কের শেষ নেই, গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের জামালখান প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদ্য মনোনীত আহ্বায়ক ইদ্রিস মিয়াকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন দলটির নেতাকর্মীরা। মানববন্ধনে বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগের দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। বিএনপিকে অন্তরে ধারণ করেছি বলে বিধায় জেল-জুলুম খেটেছি ।কিন্তু কয়েকদিন আগে যারা আহবায়ক কমিটিতে পদ পেয়েছেন, তারা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দালালি করেছেন। সেই আওয়ামী লীগের দালালি করা লোকজন এখন পদ পদবী নিয়ে বিএনপিকেই অপমানিত করছে। বক্তারা আরও বলেন, ১৭ বছর আমরা মামলা হামলার শিকার হয়েও রাজপথে আন্দোলনে ছিলাম। সর্বশেষ গত ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি। রাজনৈতিক মামলায় আদালত প্রাঙ্গনে এখনও হাজিরা দিতে হয়। আর দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে ফ্যাসিবাদের দোসররা বলছে, আমরা না-কি নিজেদের দোষেই মামলা খেয়েছি। বিশেষ করে নতুন কমিটির আহবায়ক ইদ্রিস মিয়া সম্প্রতি নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে গণমাধ্যমে বিরুপ মন্তব্য করেছেন। আমরা তাঁর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তাকে এখনই দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। তাই আমরা মামলা হামলার শিকার হয়েছি। আর এখন যারা কমিটিতে এসেছেন, তারা আওয়ামী ফ্যাসিস্টের দালাল ছিলেন। যে কারণে হাসিনার সরকার তাদের কোন ক্ষতি করেনি। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা গাজী আবু তাহের, মো. আবদুল মাবুদ, ইব্রাহিম সওদাগর, ইয়াসিন আরফাত, এস এম নয়ন, চৌধুরী হারুন, আলম খান, ওবায়দুল হক রিকু, মাকসুদুল হক রিপন, ফয়সাল সিকদার সোহান, মহিউদ্দিন সাগর, আব্দুল্লাহ আল নোমান জিহাদ, এমরান, খোরশেদ, মিনহাজ উদ্দিন ইমনসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মামলা-হামলায় কারা নির্যাতিত নেতারা বক্তব্য রাখেন। প্রসঙ্গত, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়া সম্প্রতি একটি গণমাধ্যমে বলেছেন ২০১৮ সালের পর গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর বিরুদ্ধে একটি মামলাও হয়নি। যারা মামলার আসামি হয়েছেন, তারা অতি উৎসাহী হয়ে মামলার আসামি হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত