সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
দামুড়হুদা চুয়াডাঙ্গা
দামুড়হুদা সদরের তেল পাম্প মালিক শাহজাহান আলীকে গতকাল রাতে জমিজমা সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদরের দামুড়হুদা বাসষ্ট্যান্ডের তেল পাম্প মালিক শাহজাহান আলীকে জমি জমা সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার রাতের দিকে তাকে দামুড়হুদা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজাহান আলী দামুড়হুদা দশমী পাড়ার আব্দুল মান্নান এর ছেলে । ইতোপূর্বে শাহজাহান আলীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় জমিজমা সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ শাহীন আলী (২৮) । বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।