শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি।
দিনাজপুরের বীরগঞ্জে চন্দন কুমার(৩৮) নামের এক মাদকাসক্ত ব্যক্তি আত্মহত্যা করেছে। বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কুমারপড়ায় আত্মহত্যার ঘটনা ঘটে। চন্দন কুমার পৌরসভার কুমার পাড়া (আরিফ বাজার ) এলাকার মৃত ভবেশ চন্দ্রের ছেলে।
মৃতের ফুফাতো ভাই রাম সুন্দর জানান, আমার বড় ভাই চন্দন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগিতেছিল। অর্থ অভাবে সংসার চালাতে হিমশিম খেতে হতো। এ কারণে তার উন্নত চিকিৎসা করা হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় চন্দন ট্রাক্টর চালক ছিলেন এবং মাদকাসক্ত হয়ে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে না পেরে প্রতিদিন সংসারে কলহ লেগেই থাকতো। শুক্রবার (১৬ মে-২০২৫) সকাল সাড়ে ৬টার দিকে নিজ শয়ন ঘরে বাঁশের ধন্নার সহিত গলায় গামছা দিয়া ফাঁস আত্মহত্যা করেন তিনি। চন্দনের ফুফু রাধামনি (৬৫) ও ফুফাতো ভাই রাম সুন্দর (৪৩) নিজ শয়ন ঘরের দরজা বন্ধ দেখে জোরে ধাক্কা দিয়ে খুলেই ডাক চিৎকার করেন। পর চন্দন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে বেলা ১১টায় বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।