শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার রূপগঞ্জে মহাসড়ক বন্ধ করে গণধিকার পরিষদের সমাবেশের আয়োজন : ভোগান্তিতে দুরপাল্লার যাত্রীরা জয়পুরহাটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। জেলা আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়। খুলনায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার। বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান । টাংগুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত,,টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি গাইবান্ধায় ছাত্রনেতা জীম হত্যা চেষ্টা|| সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে মামলা ১২০৫ লিটার চোলাই মদ সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে মাতাসাগরস্থ পলকীয় কেন্দ্র মিলনায়তনে সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিশু ও যুব প্রতিনিধিদের নিয়ে ২১ ও ২২ মে দুদিনব্যাপী শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন পঞ্চবার্ষিক কর্ম কৌশল (অর্থবছর-২০২৬-২০৩০) প্রণয়নকল্পে উপজেলা পর্যায়ে শিশুদের কল্যাণে শিশুদের সমস্যা সমূহ চিহ্নিতকরণ, শিশুরা একেবারে ভালো নেই, শিশু কল্যাণে কারা অবদান রাখে এবং যৌথ অংশিদারিত্ব কিভাবেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ, শিশু একসাথে কাজ করবে তারই রূপরেখা তৈরী হয় এই ২ দিনের কর্মপরিকল্পনা সভায়। দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রথম দিন সভার উদ্বোধন করেন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মেরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ। ২য় দিনে বক্তব্য রাখেন জেলা ভ্যাটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা। দিনাজপুর সদর সহ ১০টি ইউনিয়নে শিশু সুরক্ষা, শিশু অধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, স্কুলের ঝড়ে পড়া শিশুদের স্কুলমুখী করা, শিশু শ্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষ, মোবাইল ফোনের অপব্যবহার প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা ইত্যাদি বিষয়ক পর্যালোচনা সভায় আলোচনা করেন ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মমিন উদ্দিন, প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া , পলাশ ক্রুশ, স্পন্সারশিপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা বিপ্লব ক্লেমেন্ট মন্ডল, শিশির রোজারিও। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু। দুদিনব্যাপী পর্যালোচনা সভায় ৮১ জন অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত