বুধবার, ২১ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এন্ড অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর আয়োজনে প্রমোটিং জেন্ডার রিসপনসিভ এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট এন্ড টিভিইটি সিস্টেমস (প্রোগ্রেস), আইএলও এর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতার উন্নয়ন, প্রশিক্ষণ ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান। কীভাবে তাঁদের অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা ও উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ সহায়তার ব্যাপারে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং স্থানীয় উত্তরণ প্রতিবন্ধী সংস্থার সাথে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২০ মে-২০২৫) বিকেল ৩ টায় দিনাজপুর শহরের হোটেল গ্রান্ড নূর কনফারেন্স হলে বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এন্ড অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর আয়োজনে প্রমোটিং জেন্ডার রিসপনসিভ এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট এন্ড টিভিইটি সিস্টেমস (প্রোগ্রেস), আইএলও এর সহযোগিতায় দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং স্থানীয় উত্তরণ প্রতিবন্ধী সংস্থার সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা ও উন্নয়নে কারিগরি প্রশিক্ষণের সহায়তার ব্যাপারে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন গার্মেন্টস ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন এবং উত্তরণ প্রতিবন্ধী সংস্থার পক্ষে উত্তরণ প্রতিবন্ধি সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলম।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিডিএন এর ডিরেকটর অপারেশনস আজিজা আহমেদ, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. তারেক মাহমুদ, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর হেড অব প্রোগ্রাম মো. সোহেল রানা প্রমুখ।