সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে এবং চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ণ সংস্থা, বালুয়াডাঙ্গা সদর দিনাজপুরের বাস্তবায়নে বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে বকনা বাচ্ছি গরু বিতরণ করা হয়েছে।
সিপিইউএস বালুয়াডাঙ্গা দিনাজপুর এর নির্বাহী পরিচালক জান্নাতুন ফেরদৌস ইভার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক আহম্মেদ বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়ণ বৃদ্ধির লক্ষ্যে সরকার বকনা বাচ্ছি গরু প্রদান করছে। একদিকে যেমন নারীরা স্বনির্ভর হচ্ছে অন্যদিকে পুষ্ঠির চাহিদা পূরন হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ৯নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম বলেন, এই অঞ্চলের গরিব মানুষদের উন্নয়নে এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সিপিইউএস কাজ করে যাচ্ছে। রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম বলেন, এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এলাকার নারীদের অর্থনৈতিক স্বাবলম্বি হয়েছে। সভাপত্বির বক্তব্যে সিপিইউএস বালুয়াডাঙ্গা দিনাজপুর এর নির্বাহী পরিচালক জান্নাতুন ফেরদৌস ইভা বলেন, এই অঞ্চলের গরিব অসহায় নারীদের পাশে এনজিও ফাউন্ডেশন বিভিন্ন প্রকার সহযোগিতা প্রদান করে যাচ্ছে। আমাদের বিশ্বাস নারীদের অর্থনৈতিক উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।