মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরিচিতি ও শপথ গ্রহণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ মে ২০২৫) সন্ধ্যায় স্থানীয় লোকভবন মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, দিনাজপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পরিচালক অধ্যাপক আ স ম ইব্রাহীম, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিম, সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ সুমন, নির্বাচন কমিশনার শেখ মোঃ নুরুল ইসলাম নুরু ও মোঃ মজনু।
দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৫ পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান মোঃ আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানে দিনাজপুর নির্মান মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৫ পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান মোঃ আব্দুল মজিদ সরকার।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন-সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ লতিফুর রহমান রুবেল, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক মোঃ লাবু, প্রচার সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সদস্য মোছাঃ মর্জিনা ও মোঃ ফরিদুল ইসলাম।