বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
সরকারি অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্প যেন হয়ে উঠেছে প্রভাবশালীদের অর্থ উপার্জনের হাতিয়ার— এমন অভিযোগ আরও একবার প্রমাণ হলো কুমিল্লার চৌদ্দগ্রামে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর অধীনে বাস্তবায়নাধীন যাত্রাপুর-পারুয়ারা সড়কের কাজ নিয়ে স্থানীয়দের তীব্র অভিযোগ এবং সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
কাজের মান ও প্রকল্প বাস্তবায়নের পদ্ধতি পর্যালোচনা করে দেখা যায়, ‘মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানটি প্রকল্পটি হাতে নেওয়ার পর একটানা পাঁচ মাস কাজ বন্ধ রাখে। এরপর হঠাৎ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করে এবং স্থানীয় কিছু নেতার ছত্রছায়ায় কাজ চালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা বলেন, এই রাস্তায় আগেও কোটি টাকা ব্যয় হয়েছিল, কিন্তু বছর না যেতেই আবার নতুন প্রকল্প আসে। কিন্তু এই প্রকল্পও যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না।
দুদক কর্মকর্তা মো. তারিকুর রহমান বলেন, “এলাকার জনগণের স্বার্থ রক্ষা ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে আমরা তদন্ত করছি। প্রাপ্ত তথ্যে যদি প্রকৃতপক্ষে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ধরনের তদন্ত কেবল একটি প্রকল্পের নয়, পুরো ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করছেন সচেতন নাগরিকরা।