শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার নোয়াখালীতে ২১দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন এসপিজিআরসি রংপুরের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বরণে মিলাদ মাহফিল দিনাজপুরে হরিমনি দেব্যা কর্তৃক প্রতিষ্ঠিত কাউগাঁ রাজাপুকুরে সত্য নারায়ন পূজা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৫দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নোয়াখালীতে বিয়ের আসর থেকে বরসহ আটক-২ রূপগঞ্জে ছাত্রদল নেতাদের হত্যার প্রতিবাদে সমাবেশ বিক্ষোভ মিছিল, ও সড়ক অবরোধ গোবিন্দগঞ্জে মাদকমুক্ত ঘোষণা করে ‘স্মার্ট গ্রাম’ এর উদ্বোধন শ্রমিক নেতাকে আটক করায় দিনাজপুরে সকল রুটে ব্যারিকেট দিয়েছে শ্রমিকরা ভালুকার দুই মাদক ব্যবসায়ী ১২০ কেজি গাঁজাসহ ঢাকায় গ্রেপ্তার

দেড়যুগ পর জন্মস্থান ডোমারে আসছেন:তুহিন

 

আব্দুর রশিদ,ডোমার প্রতিনিধি:

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বরন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ডোমার উপজেলা ও পৌর বিএনপি। ডোমার হাইস্কুল মাঠে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। স্মরণ কালের সর্ব বৃহৎ জনসভা অনুষ্ঠানের আশা করছে উপজেলা বিএনপি।

আগামীকাল শনিবার (১৭ মে) দেড়যুগ পর নিজের বাড়িতে আসছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন)।  ডোমার-ডিমলার জনপ্রিয় এই নেতা, বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। দীর্ঘ ১৮ বছর বিদেশে থাকার পর গত ২২ এপ্রিল আমেরিকা থেকে তিনি বাংলাদেশে আসেন। নীলফামারীর হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা এ সময় তাকে  স্বাগত জানান।

বহুল আলোচিত ২০০৭ সালের ওয়ান ইলেভেনের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশ ছাড়তে বাধ্য হন  তিনি। নীলফামারী জেলা বিএনপির সাবেক  সভাপতি ও সাবেক সংসদ সদস্য তুহিন ছিলেন সর্ব মহলে পরিচিত ও জনপ্রিয় মুখ।

তৎকালীন সেনা শাসনামলে মাতৃভূমি ত্যাগ করে বিদেশে যেতে বাধ্য হন তিনি। চলে যেতে হয় আমেরিকায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ফেরার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে ফিরতে পারেননি সাবেক এই সংসদ সদস্য। মিথ্যা মামলায় তাকে দণ্ডিত করে আওয়ামী সরকার। দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। গত ৮ মে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান।

এদিকে শনিবার নীলফামারীতে তুহিনের আগমন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে জেলা ও উপজেলা বিএনপি। শনিবার সকাল সোয়া ১১টায় ঢাকা থেকে সৈয়দপুরে এসে বেলা ১২ টায় জেলা বিএনপি তাকে সংবর্ধনা প্রদান করবেন। বিকাল ৩টায় ডোমার হাইস্কুল মাঠ বিশাল জনসভার মাধ্যমে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। এদিন জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডোমারবাসীর উদ্দেশ্যে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন। সন্ধায় তার জন্মস্থান গোমনাতিতে সুধিজনের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। ১৮ তারিখ  ডিমলা উপজেলার বিভিন্ন পথসভায় বক্তব্য রাখবেন। বিকালে ডিমলা উপজেলা বিএনপি তাকে সংবর্ধনা প্রদান করবেন।

ডোমার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন বলেন, স্মরনকালের সর্ব বৃহৎ জনসভা অনুষ্ঠিত হবে ১৭ মে। তিনি বলেন, উন্নয়নের রুপকার তুহিনের আগমনের অপেক্ষায় রয়েছে ডোমারবাসী।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত