বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে কিশোরীর আত্মহত্যা: প্রেমিকের বিয়েতে অস্বীকৃতি, প্রাথমিক ধারণা রূপগঞ্জে অবৈধ আবাসন কোম্পানীর সাইনবোর্ড গুড়িয়ে দিয়েছে প্রসাশন ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার। চিলমারীতে “কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের” দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর নওগাঁর মহাদেবপুরে ভূমি জালিয়াতি ও চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগের সভাপতি লিচু বাবু গ্রেফতার ভালুকায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মেহেরপুর আমঝুপী ইউনিয়ন জামায়াতে ইসলামী নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা গোপালগঞ্জে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান: অনিয়মের সত্যতা মিলেছে ভূরুঙ্গামারীতে ১৪ রোহিঙ্গা আটক, বিজিবির কাছে হস্তান্তর।

ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ০৬ মে ২০২৫ ইং তারিখ রাত ১০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ১নং আসামী মোঃ সাকিব আলী (২৪), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-বাদুরতলা বারোঘরিয়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনাববগঞ্জকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী ভিকটিম মোছাঃ সালমা খাতুন (২০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক চলাকালে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে এবং উক্ত ছবি আসামী তার মোবাইলে ধারণ করে রাখে। আসামীর সাথে ভিকিটিমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হলে ভিকটিম আসামীকে বিয়ের প্রস্তাব দিলে আসামী ভিকটিমের সাথে নানা টালবাহনা শুরু করে। একপর্যায়ে ভিকটিম আসামীকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে আসামী তার মোবাইলে ধারণকৃত নগ্নছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ০৬ মে ২০২৫ ইং তারিখ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল চাঁপাইনাববগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত