সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ভূরুঙ্গামারীতে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন মেহেরপুর জেলা ও দায়রা জজের যোগদান করলেন মোঃ এস এম নাসিম রেজা নওগাঁ আওয়ামীলীগের পরিত্যক্ত পাটি অফিসে চুরি করতে এসে দেলোয়ার নামে এক যুবকের মৃত্যু!!! নওগাঁয় প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি; ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পঞ্চগড় সদরে বিএনপির সভাপতি আবু দাউদ সম্পাদক মাহফুজুর রহমান গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে নবাবগঞ্জে বাইসাইকেল, সেলাইমেশিন ও হুইল চেয়ার বিতরণ ফুলবাড়ীতে নিত্যপণ্য সামগ্রীসহ হাঁস,মুরগির দাম বৃদ্ধি,বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের।

নওগাঁয় প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি; ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

 

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার ভবাণীপুর জি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব রহমানের কাছে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক গত ২৩ এপ্রিল সন্ধ্যায় আত্রাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনায় রোববার সকাল ১০ টায় স্কুল শুরুর সাথে সাথে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

এ সময় বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে তারা ওইসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজি চলবে না, চলবে না, দুষ্কৃতকারীদের কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এবিষয়ে প্রধান শিক্ষক মাহবুর রহমান বলেন, এখন এসএসসি পরিক্ষা চলমান। পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের ডিউটি থাকায় সব ক্লাস নেওয়া সম্ভব হয় না। স্কুল ছুটি দেওয়া হয় টিফিন আওয়ার পর। গত ২৩ এপ্রিল স্কুল ছুটির সময় বেলা ২ টার দিকে খলিল নামের একজনের মোবাইল ফোন থেকে আমাকে কল করে বলে স্যার আপনি কোথায়? বিদ্যালয়ে আছি বলতেই তিনি বলেন আপনার অফিসে আসছি। এর কিছুক্ষণ পর, ফজলুর করিম, মজাহার, হাবিবুর আমার অফিসে ডুকে ফজলু দরজা বন্ধ করে দেয়। তারা বলে স্যার আপনার বিদ্যালয়ে কোন গাইড বই চলে? এর মধ্যে কেউ প্রশ্ন করছে কেউ মোবাইল ফোনে ভিডিও করছে। অনেক কথার পরে বলে স্যার আপনি গাইড বই চালানোর কথা বলে বই কোম্পানির লোকের থেকে ১ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন আমাদের কাছে প্রমাণ আছে। আপনি স্বীকার না করলে সাংবাদিক আনবো ইউএনও’র কাছে যাবো বলে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে আবারও কল করে আমাকে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেয়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বলেন, এ বিষয়ে একটি জিডি নথিভুক্ত হয়েছে। যেসব নম্বর থেকে কল এসেছিল সেগুলোর কললিস্ট পরীক্ষা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সম্পর্কে বলেন, আমি শুনেছি ঐ স্কুলের শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত