রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
নোয়াখালীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন উপদেষ্টার কাছে স্মারকলিপি রংপুরে বিশু সুইটস ও ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে বিএসটিআই’র অভিযান সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে নিজ ব্যবসা প্রতিষ্ঠানেই স্বাধীনের মৃত্যু নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা যুবদলের কর্মীসভার প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন দিনাজপুর ওর্য়াল্ড ভিশন’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কুড়িগ্রামে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিল্টন সমাদ্দার ও স্ত্রীকে কারাগারে প্রেরণের আদেশ

নওগাঁর শাপাহার ও মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও দুই জন আহত

 

উজ্জ্বল কুমার সরকার
জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর শাপাহার ও মহাদেবপুর পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ২ জন আহত হয়েছে।

শনিবার (৩ মে) দুপুরে সাপাহার উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক ২ জন আহত ও মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন, জেলার পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদরাসা পাড়া এলাকার সায়েম আলীর ছেলের নিহত ফরহাদ হোসেন (২০) ও মহাদেবপুর উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মন্ডলের ছেলে নিহত আতোয়ার হোসেন (৪৫)।

স্থানীয় ও সাপাহার থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরহাদ এবং তার আরও দুই বন্ধু মিলে জবই বিল ঘুরতে যাওয়ার উদ্দেশে সাপাহার জিরো পয়েন্ট এলাকা থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে। জবই বিল যাওয়ার পথে উপজেলার মানিকুড়া-জবই বিল আঞ্চলিক সড়কের সৈয়দপুর নামক স্থানে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে সড়কের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ফরহাদ মৃত্যুবরণ করেন। মোটরসাইকেলে থাকা ফরহাদের দুই বন্ধু রিফাত এবং শিশির আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রিফাত এবং শিশিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সাপাহার থানার ওসি আব্দুল আজিজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার মহাদেবপুর হাটের দিন। নিহত আতোয়ার মহাদেবপুরে কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। এসময় উপজেলার নাটশাল নবীনগর মাদরাসার সামনে পৌঁছালে মহাদেবপুর থেকে মাতাজিগামী একটি ড্রাম ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ট্রাকসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ উদ্ধার হস্তান্তর করা হবে।
নওগাঁ #

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত