রবিবার, ১১ মে ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
মোহাম্মদ নাজিমের এক পায়ে সমস্যা থাকার কারণে কোন ভারী কাজ করতে পারে না। অল্প বেতনে একটা মাদ্রাসায় কাজ করত, যে বেতন দিয়ে পরিবার চলার তো দূরের কথা নিজেই চলতে পারত না। আশেপাশে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে জোড়া তালি দিয়ে সংসার চালাত। ওনার এই অবস্থা দেখে একটা খাবার হোটেল সাজিয়ে আল মুসাইদাহ ফাউন্ডেশন উনার পাশে দাঁড়ালো। এটা আল মুসাইদাহ ফাউন্ডেশনের ৫৬নং স্বাবলম্বীকরণ প্রকল্প। ইনশাআল্লাহ এখন থেকে এই খাবারের হোটেল চালিয়ে নিজের পরিবারের খরচ মিটাতে পারবে। আমরা বিশ্বাস করি, সহায়তা শুধু দয়া নয়—এটা একজন মানুষের জীবনে সম্ভাবনার দ্বার খুলে দেয়।