সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
উপজেলা প্রতিনিধি,নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুর নবাবগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা সংক্রান্ত মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেল ৩ টার দিকে উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত-মাজারুল ইসলাম লিটন(৩৫)উপজেলার দাউদপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামের ওসমান আলীর ছেলে।সে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ.মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।