সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সেলুন ফ্যান বিতরণ করা হয়েছে। আজ রবিবার (০৪ মে) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক।
উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (ইউপিডিএফ) অর্থায়নে ক্রয়কৃত মালামাল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথি দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম,২নং বিনোদনগর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিক,সুধিজন উপস্থিত ছিলেন।