রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

নিখোঁজ সংবাদ, নোয়াখালীতে ১৫ বছরের জিহাদ নিখোঁজ দিন মজুর নানার আকুতি

মোঃরিয়াজুল সোহাগ, জেলা প্রতিনিধি নোয়াখালীঃ

নাম মোঃজিহাদ,পিতাঃমোঃজসিম উদ্দিন, বাড়ীঃজসিম উদ্দিন মিয়ার বাড়ী,গ্রামঃ ফরাজি গ্রাম,১নং হরনি ইউনিয়ন, থানাঃহাতিয়া,জেলাঃনোয়াখালী, ছেলেটি ৩০এপ্রিল নোয়াখালী চৌমুহনী দক্ষিণ বাজারের হাজীপুর রোড সিরাজ সরদারের বাড়ির সামনে মিজান ফার্নিচারের সামনে থেকে হারিয়ে যায়, হারানো জিহাদ গত কিছু দিন আগে নোয়াখালীর হাতিয়া থেকে বেগমগঞ্জ থানার চৌমুহনী বাজারে একই এলাকার চাচাতো ভাই মিজানের বাসায় বেড়াতে আসেন,

জিহাদের নানা মোঃমোস্তফা মিয়া নিখোঁজ সংবাদ প্রকাশে আকুল আবেদন করে বলেন এখন পযর্ন্ত আমার নাতিকে খুজে পাওয়া যাচ্ছে না৷ আমরা হারানোর থেকে প্রতি দিনের মতো আজকেও বিজ্ঞপ্তির লিফলেট বিতরণ করছি এবং ০৭মে থানায় একটি জিডি লিপিবদ্ধ করেছি,

যদি কোন স্ব-হৃদয়বান
ব্যাক্তি দেখে থাকেন দয়া করে নাম্বার গুলোতে যোগাযোগ করে ছেলেটিকে খুঁজে পেতে সহযোগিতা করার বিনীত অনুরোধ রইল৷

চাচাতো ভাই মিজান
মোবাঃ০১৮৭২৪১৯০৮৬
নানা মোস্তফা মিয়া,
মোবাঃ০১৮৮৭০২৯৮১৪

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত