বুধবার, ০৭ মে ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সহিংসতা ও নির্যাতন রোধে নারীর পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই :উপদেষ্টা শারমীন এস মুরশিদ র‌্যাবের অভিযানে নেশা জাতীয় মাদক ট্যাপেন্টাডলসহ গ্রেফতার-১ নোয়াখালীতে যুবদল নেতাকে পিটিয়ে অর্ধ লাশ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২০হাজার ইয়াবা ও সিএনজিসহ আটক ২ ঈদগাঁওতে প্রশাসনের অভিযানে ১৫৫ টি অবৈধ পশু জব্দ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই। গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১ নবাবগঞ্জে ডাঃ জেবায়দা রহমানের দেশে আগমনে উপজেলা বিএনপির শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত জাতীয় পার্টি রংপুর মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন কুড়িগ্রাম উলিপুরে বুড়ি-তিস্তা নদীর গড় কেটে মাটি বিক্রি: হারুনর রশীদকে ১৫ দিনের কারাদণ্ড

নোয়াখালীতে এইচবিবি সড়ক নির্মাণ কাজে অনিয়ম,বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে মারধর

 

মো.রিয়াজুল সোহাগ জেলা প্রতিনিধি নোয়াখালীঃ

নোয়াখালীর সদর উপজেলায় এডিপির প্রকল্পের এইচবিবি সড়ক নির্মাণে বাকবিতন্ডায় এক ছাত্রদল নেতাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রদল নেতা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার মিজানুর রহমান (৩১) তিনি উপজেলার কালাদরাপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সল্যাডগী এলাকার আবু জাকেরের ছেলে।

শুক্রবার (২ মে) দুপুরের দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রদল নেতা অভিযোগ করে বলেন, উপজেলার পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এডিপির প্রকল্পের আওতায় ১১১মিটার এইচবিবি (হেরিং বোনবন্ড) ইট সলিং করণের কাজ করছেন তিনি। সড়কে ইট সলিং করা হলে আর পাকা হবেনা এমন অজুহাতে শুক্রবার সকালে কাজে বাধা দেয় স্থানীয় আবুল খায়ের নামে এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যান ছাত্রদল নেতা মিজানুর রহমান। সেখানে বাকবিতন্ডার একপর্যায়ে আবুল খায়ের, রিয়াজ, মেহরাজ, বেলাল, আজাদসহ আরো কয়েকজন অতর্কিত ভাবে তার ওপর হমলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আবুল খায়েরের মুঠোফোনে একাধিক কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

জানতে চাইলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম বলেন, খবর পেয়ে আহত ছাত্রদল নেতাকে হাসপাতালে দেখে এসেছি। তবে তার হামলার কারণ সেটি আমি পুরোপুরি জানিনা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, ইটের মান ভালো নয়, এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত