শনিবার, ১০ মে ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
মোঃরিয়াজুল সোহাগ, জেলা প্রতিনিধি নোয়াখালীঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলে কৃষি জমির উর্বর মাটি কেটে ট্রাকযোগে বিক্রি করা হচ্ছে। এলাকার সাধারণ মানুষের অভিযোগ—এই অবৈধ ব্যবসার পেছনে পুলিশের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ রয়েছে। মাটি কাটার সময় স্থানীয় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রাক মাটির জন্য নির্ধারিত পরিমাণ টাকা পুলিশকে ‘ম্যানেজমেন্ট ফি’ হিসেবে দেওয়া হচ্ছে। যার ফলে দিনের পর দিন জমির উর্বর মাটি কেটে ফেলা হচ্ছে, এবং তা ইটভাটা ও নির্মাণ কাজে সরবরাহ করা হয়,
এই কর্মকাণ্ডে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের ঘুষ নেওয়ার অভিযোগ জনসাধারণের মধ্যে আস্থা হারানোর একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ জরুরি। না হলে ভবিষ্যতে কৃষি উৎপাদন ও পরিবেশ উভয়ই চরম হুমকির মুখে পড়বে।