শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ফুলবাড়ীতে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের কারনে বোরো ধান থেকে বঞ্চিত কৃষক। কুড়িগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা, কৃষি জমি থেকে মরদেহ উদ্ধার বুড়িচং সীমান্তে বিজিবির অভিযানে সিএনজিসহ ৯ লক্ষাধিক টাকার ভারতীয় গাঁজা জব্দ, আটক মাদক ব্যবসায়ী ভারত সীমান্তে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ সবার আগে সাধারণ কৃষকদের জিম্মীদশা থেকে মুক্ত করতে হবে মেহেরপুর মুজিবনগরে ভুয়া চিকিৎসকের ৩ মাস, সহযোগীর ১ মাস কারাদণ্ড নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটার মহা উৎসব মেহেরপুর দারিয়াপুরে গাঁজার গাছসহ আটক-২ নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

মোঃ রিয়াজুল সোহাগ, জেলা প্রতিনিধি নোয়াখালীঃ
নোয়াখালী বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো ২জন আহত হয়েছে।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী টু লক্ষীপুর অঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লক্ষীপুর জেলার দেওপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্র্রী জমিলা সুলতানা ইনু (২১) ও তার মেয়ে ফাতেমা আক্তার (২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর চৌমুহনী উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ছেড়ে আসে। যাত্রাপথে সিএনজিটি নোয়াখালীর চৌমুহনী-লক্ষীপুর অঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী মা-মেয়ের মৃত্যু হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার চালকসহ আরো দুই জন। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রাখা আছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত