বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
মো. রিয়াজুল সোহাগ জেলা প্রতিনিধি নোয়াখালী,
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের নেতা গোলাপ হোসেনের উপর সন্ত্রাসী হামলার গুরুতর ঘটনা ঘটেছে,
০৪মে সকাল আটটায় গোলাপ হোসেন মোটরসাইকেল নিয়ে ভাড়ি থেকে বাহির হয়ে বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় উত্তর মোহাম্মদ পুর আকরাম উদ্দিন ফরাজি বাড়ির সামনে ওতপেতে থাকা সন্ত্রাসীরা গোলাপের রাস্তা রোধ করে হকিস্টিক দিয়ে হামলা করে অর্ধ লাশ বানিয়ে গুরুতর আহত অবস্থায় পালিয়ে যায়, উপস্থিত স্থানীয় লোকজন তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২৫০শয্যা সদর হাসপাতালে রেফার করেন,আহতের ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে সন্ত্রাসী হামলার ন্যায় বিচার পেতে আহতের স্ত্রী শারমিন আক্তার (৩০)বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখত অভিযোগ করেন।
আসামিরা হলেন
১| সোহেল (২৮)
২|রফিক (৩২)পিতা. শফিক উল্লাহ,
৩| রাব্বি(১৬)
পিতা.রফিক,
৪| শফিক (৬৫)
পিতা.অজ্ঞাত সর্ব সাং উত্তর মোহাম্মদ পুর, সেনবাগ,
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় আসামিদের সাথে যুবদল নেতাদের পূর্বের জমি জমা সংক্রান্ত ঝামেলা ছিলো, আসামিরা জোর করে গোলাপ হোসেনদের বেশ কিছু সম্পদ ভোগদখল করে আসছে,আদালতের রায় পেলেও সম্পদ অন্যের দখলে, আহত গোলাপ হোসেন উত্তর মোহাম্মদ পুর কলিমউদ্দিন ভূইয়া বাড়ীর আবদুল হাকিমের ছেলে,
সেনবাগ থানার তদন্ত কর্মকর্তা মনির হোসেন জানিয়েছেন গোলাপ হোসেনের সাথে সন্ত্রাসী হামলার ঘটনায় উনার স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে অভিযোগ করেছেন তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।