মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন

 

মোঃরিয়াজুল সোহাগ, জেলা প্রতিনিধি নোয়াখালীঃ

নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নয়া সদস্যের এডহক কমটি অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (১৯ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকারের জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির সদস্যগণ হচ্ছেন, পদাধিকার বলে আহবায়ক জেলা প্রশাসক নোয়াখালী, পদাধিকার বলে সদস্য সচিব নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা। অন্যান্য সদস্যগণ হলেন- সাবেক ক্রিকেটার ও সংগঠক অধ্যাপক নিজাম উদ্দিন পিন্টু, সাবেক ফুটবল ও ভলিবল খেলোয়ার মো.ইকবাল হোসেন, ক্রীড়া সংগঠক নুরুল আমিন খান, সংগঠক ইঞ্জিনিয়ার খালেদুজ্জামান, সংগঠক ইমরান হোসাইন তুহিন, ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলাম ও ক্রীড়া সাংবাদিক ও এখন টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি এ এস এম নাসিম।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো.আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ আইন,২০১৮ এর ধারা- ২ (১৫) এ উল্লেখিত গঠনতন্ত্র মোতাবেক এই কমিটি অনুমোদিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত