রবিবার, ১৮ মে ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
নোয়াখালীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন উপদেষ্টার কাছে স্মারকলিপি রংপুরে বিশু সুইটস ও ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে বিএসটিআই’র অভিযান সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে নিজ ব্যবসা প্রতিষ্ঠানেই স্বাধীনের মৃত্যু নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা যুবদলের কর্মীসভার প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন দিনাজপুর ওর্য়াল্ড ভিশন’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কুড়িগ্রামে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিল্টন সমাদ্দার ও স্ত্রীকে কারাগারে প্রেরণের আদেশ

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড় জেলা স্টাফ রিপোর্টারমো

আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন। অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভূক্তভোগী পরিবারের আয়োজনে আটোয়ারী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ভূক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রেজিনা আক্তার। এসময় ভূক্তভোগী পরিবারের অন্যতম সদস্য ফজলুর রহমান, সাজেদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্যরা সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, গত ৪ এপ্রিল দুপুরে ফইম উদ্দিন, মজিবর রহমান, খাইরুল ইসলাম, লাবিব, নজরুল সহ তাদের বাহিনীর লোকজন আমাদের বাড়িতে অতর্কিত হামলা করে। এসময় তারা আমাদের বাড়িঘর ভাংচুর, আমাদের বেধরক মারধর করে। এসময় তারা আমাদের নতুন বাড়ির করার জন্য রাখা প্রায় ৮ লাখ ২০ লুটপাট করে। তারা অশালীন ভাষায় গালিগালাজ করে বলে তারা নাকি আমাদের কাছে জমি পাবে। আমাদেরকে বাড়িতে যেতে দিচ্ছে না। দেখলেই পা ভেঙে দেয়া সহ নানা হুমকি দিচ্ছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অথচ আমরা ৬০ বছর ধরে সেখানে বসবাস করছি। পুলিশ আমাদের কোন মামলা, অভিযোগ কোনটাই নিচ্ছে না। কেউ কোন বিচার করে দিচ্ছে না। আমরা আমাদের বাসায় যেতে চাই। নিরাপত্তা চাই পুলিশের কাছে। আমাদের মারধর করে বাড়িঘর ভাংচুর ও লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। দ্রুতই যেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত