বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

পঞ্চম সন্তানের ‘মা’ হলেন মিমি

তিনি যে পশুপ্রেমী সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দিনের শেষে বাড়ি ফিরলে তাকে ঘিরে ধরে তার প্রিয় পোষ্য আর সারমেয়রা। এরপর মাথায় হাত বুলিয়ে প্রত্যেককে আদর করেন মিমি চক্রবর্তী। আজ অভিনেত্রীর জন্মদিন।

বিশেষ এই দিনে কেক কেটে সেলিব্রেশনের পাশাপাশি একটু অন্যভাবে জন্মদিন পালন করতে ভালোবাসেন বার্থডে গার্ল। এর মধ্যে খুশির খব হলো, জন্মদিনের আগের দিনই পঞ্চম সন্তানের মা হয়েছেন মিমি।

গতকাল সোমবার তার পরিবারে এলো আরো এক নতুন সদস্য। যে সংস্থা থেকে সারমেয় দত্তক নিলেন সেখানের সদস্যরা তাকে জন্মদিনের আগাম উপহার হিসেবে চারাগাছ তুলে দিয়েছেন অভিনেত্রীর হাতে।

পঞ্চম সন্তানকে কোলে নিয়ে আরো একবার ‘মা’ হওয়ার আনন্দ উপভোগ করছেন মিমি।

হাসিমুখে জানিয়েছেন, এর আগেও ক্যান্সার আক্রান্ত সারমেয়কে দত্তক নিয়েছিলেন। তার নাম রেখেছিলেন ফেব্রুয়ারি। কিন্তু অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি।

এবার একটি খুদে সারমেয়কে প্যাসিভ অ্যাডপ্ট করলেন। নতুন সন্তানের নামও ফেব্রুয়ারি-ই রাখলেন অভিনেত্রী।

সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, মধ্যরাতে বার্থডে সেলিব্রেশন এখন লেটেস্ট ট্রেন্ড। আর সেই ট্রেন্ডে গা ভাসালেন টলি কুইন মিমিও। তার অনুপস্থিতিতেই মিমির বাড়িতে হাজির তার কাছের বন্ধুরা।

সেই তালিকায় রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাক ডিজাইনার অভিষেক রায়সহ আরো অনেকেই। হলুদ-কালো বেলুনের সঙ্গে হ্যাপি বার্থডে লেখা ফেস্টুন দিয়ে ঘর সাজিয়েছিলেন। টেবিলের ওপর ছিল রেড ভেলভেট-হোয়াটস ফরেস্টসহ বাহারি কেকের সম্ভার। বার্থডে গার্লকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন বন্ধুরা। যা দেখে একেবারে আপ্লুত মিমি।

মিমি তার সন্তানদেরও কাছে আসার জন্য বলেন। এরপর হাসি-মজা-আনন্দের মধ্যে দিয়ে জমে উঠেছিল মধ্যরাতের বার্থডে পার্টি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত