শনিবার, ০৩ মে ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
শাহজাহান বাশার।,স্টাফ রিপোর্টার
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেনের বিরুদ্ধে নিজের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। জানা গেছে, তার পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতন করেছেন তিনি। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জাকির হোসেন কালো বোরকা পরিহিত এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এই বিষয়টি নিয়ে আপত্তি জানালে তার স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নির্যাতনের শিকার নারীর পক্ষ থেকে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। পরবর্তীতে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানতে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য অপেক্ষমান।