বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
পর্যটক নারী লিমা হত্যার ঘটনায় মামলা নিতে গড়িমসি: অপমৃত্যুর চাপ দেয় পুলিশ, অভিযোগ পিতার
মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের সি ওয়েলকাম রিসোর্টের ৩০২ নম্বর কক্ষে পর্যটক নুরানা আক্তার লিমাকে (২৫) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা নুর আলম। তবে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা নিতে গড়িমসি করছে পুলিশ এবং উল্টো তাঁকে অপমৃত্যু মামলা করতে চাপ দিচ্ছে বলে দাবি করেছেন তিনি।
নুর আলমের অভিযোগ, এই ঘটনায় ঢাকার সায়দাবাদের ‘রাফসান ট্যুর অ্যান্ড ট্রাভেল বিডি’-এর মালিক মোঃ নাসির উদ্দিন সবুজ জড়িত। প্রভাবশালী এই ব্যক্তিকে রক্ষা করতেই পুলিশ এমন অবস্থান নিচ্ছে বলে দাবি করেছেন তিনি।
গত ৮ এপ্রিল ২০২৫ তারিখে ঘটনাটি ঘটে। নিহত লিমার বাবার দাবি, হোটেলের সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড যাচাই করলে এই হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এসব যাচাই করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
বর্তমানে নিহত লিমার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। মেয়ের হত্যার সুষ্ঠু বিচার পেতে ন্যায়বিচারের আশায় তিনি ঘুরছেন প্রশাসনের এক দপ্তর থেকে আরেক দপ্তরে।
নুর আলম প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন, যেন তার মেয়ের হত্যার সঠিক তদন্ত হয় এবং দোষীদের বিচারের আওতায় আনা হয়।
—