মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাকপ্রতিবন্ধী নারীর ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান হাবিপ্রবির নিজস্ব ব্যবস্থাপনায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা-২০২৫ শুরু পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেহেরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিদায় সংবর্ধনা কুড়িগ্রামে চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় আহত-২ কুড়িগ্রামে বুড়ি তিস্তা রক্ষায় মানববন্ধন টেকনাফে পৃথক অভিযানে ১ লক্ষ ২০ হাজার ইয়াবা দেশীয় মদসহ আটক-২, মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার ভূরুঙ্গামারীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাকা হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং, দেখা দিচ্ছে ফাটল

পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে)২৫ইং বিকেলে পৌর ছাত্রদলের উদ্যোগে এবং মহব্বতপুর পূর্ব মানিক তরুণ সংঘের আয়োজনে রাধাবাড়ী হেলাল মন্ডলের ইটভাটা মাঠে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচ।

খেলার উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক ছাত্রনেতা আবু তাহের ও জনাবুর রহমান জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইসলাম আপেল এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার মাহমুদ, জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী জয়পুরহাট জজ কোর্টের আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম (জনি) এবং সঞ্চালনা করেন উপজেলা নবীন দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

ফাইনাল খেলায় মহিপুর ক্রিকেট একাডেমি ও পুরানাপৈল ক্রিকেট দল অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত