মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে)২৫ইং বিকেলে পৌর ছাত্রদলের উদ্যোগে এবং মহব্বতপুর পূর্ব মানিক তরুণ সংঘের আয়োজনে রাধাবাড়ী হেলাল মন্ডলের ইটভাটা মাঠে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচ।
খেলার উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক ছাত্রনেতা আবু তাহের ও জনাবুর রহমান জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইসলাম আপেল এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার মাহমুদ, জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী জয়পুরহাট জজ কোর্টের আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম (জনি) এবং সঞ্চালনা করেন উপজেলা নবীন দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
ফাইনাল খেলায় মহিপুর ক্রিকেট একাডেমি ও পুরানাপৈল ক্রিকেট দল অংশ নেয়।