বুধবার, ২১ মে ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সীমান্তবর্তী শেরপুরে হাতীর আক্রমণে যুবকের মৃত্যু ভালুকার মল্লিকবাড়ী বটগাছের ছায়াতলে নরসুন্দরদের হাট রংপুরে অটো চালক শাওন হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার পাইকগাছায় সাবেক কাউন্সিল কবিতা-র সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষ জাকির হোসেন।। দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রংপুর বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড মেহেরপুরে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজনগর ও কুলাউড়ার দুই ওসি প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু !

পাইকগাছায় সাবেক কাউন্সিল কবিতা-র সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষ জাকির হোসেন।।

 

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় জোনাকী সমিতি-র আদায়কারী ও সাবেক মহিলা কাউন্সিলর কবিতা রানী দাশের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি-র সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। পৌরসভার সরল বাজারে জাকির হোসেন মঙ্গলবার বিকেলে তার নিজস্ব অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবিতা রানী দাশকে আ’লীগের দোসর ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সস্পাদিকা উল্লেখ করে জানান, গত ১৯ মে ‘২৫ তারিখে কবিতা রানী সংবাদ সম্মেলন করে আমার ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লের বিরুদ্ধে বানোয়াট ও কাল্পনিক ভিত্তিহীন অভিযোগ করেছেন। তিনি আরোও জানান, গত কযেকদিন ধরে সরল বাজারে জোনাকী সমিতির গ্রাহকদের নিকট থেকে নেওয়া আসল অর্থ ৫ কোটি টাকা সমিতিতে জমা রয়েছে। ইতোমধ্যে একাধিকবার সমিতির অফিসসহ বিভিন্ন এলাকায় শালিসী বৈঠক ও বসাবসি হলেও কোন সুরাহা হয়নি। জোনাকী সমিতির লুটের রানী কবিতা সমিতির ৯৩ খানা রশিদ বই উদাহ করে দিয়েছেন। গত ১৬ মে বিকেলে গ্রাহকরা আদায়কারী কবিতা দাশের বাড়িতে গিয়ে টাকা ফেরৎ দাবি করে। এসময় কথা-কাটাকাটি চলাকালে সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান আমার ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল-কে ডেকে নিয়ে গ্রাহকদের নিবৃত করতে বলেন। এ পর্যায়ে একটি সময় বেধে দিয়ে গ্রাহকদের ফিরিয়ে আনি। এরপর সমিতির নির্বাহী পরিচালক সাবেক কাউন্সিলর আলাউদ্দিন গাজী ও সভাপতি মোহাম্মদ আলীর বাড়িতে যাই। গোটা বিষয়ে কবিতা দাশের জবানবন্ধী রেকর্ড আছে। অথচ কবিতা দাশ আমাকে পৌর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক পরিচয় দিয়ে পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লকে জড়িয়ে কলঙ্ক ছড়ানোর বৃথা চেষ্টা করছেন। তিনি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরতে অনুরোধ করেন। এসময় সংবাদ সম্মেলনে অনেক গ্রাহকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত