বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, পাথরডুবী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, বাদ মাগরিব ইউনিয়ন শাখা কার্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এ সমাবেশে প্রায় দুই শতাধিক যুবক অংশগ্রহণ করেন।
সমাবেশের উদ্বোধনী বক্তব্যে পাথরডুবী ইউনিয়ন শাখার সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন,
“পাথরডুবী ইউনিয়নের যুবকদের ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে এসে ইসলামের সুমহান আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। সত্যের পথে অবিচল থেকে সমাজ পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জননেতা জনাব মোঃ হারিসুল বারি রনি। তবে তিনি বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারায় তাঁর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক (ফারুকী)। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“যুবকরাই জাতির চালিকাশক্তি। আমাদের যুবসমাজ যদি ইসলামের আদর্শে উজ্জীবিত হয়, তাহলে সমাজে অন্যায়-অবিচার, দুর্নীতি ও অপসংস্কৃতি দূর হবে। ইসলামী সমাজ গঠনে যুবকদের ভূমিকা অপরিসীম। তাই প্রত্যেক যুবককে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশের মাটিতে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। কিন্তু সে বিজয় ছিনিয়ে আনতে হলে আমাদের ত্যাগ, ধৈর্য ও একনিষ্ঠ পরিশ্রমের প্রয়োজন। যদি আমরা ইসলামের পথে অবিচল থাকি, তাহলে ইসলামের শত্রুরা আমাদের পরাজিত করতে পারবে না।”
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী এস এম মনিরুজ্জামান। তিনি বলেন,
“সকল ইসলামী দল ও তাওহীদি জনতা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন,
“আমরা ঐক্যবদ্ধ হয়ে যেমন ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করেছি, তেমনি ঐক্যবদ্ধ থাকলে নব্য ফ্যাসিস্টকেও ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে। ইসলাম প্রতিষ্ঠার লড়াই কখনো থেমে থাকবে না।”
সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশজানী পীর সাহেব হুজুর রহ. এর সাহেবজাদা ও খলিফা মাওলানা মোঃ আব্দুল জলিল আনছারী। তিনি যুবকদের ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ইসলামী শিক্ষা ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী যুব আন্দোলনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
নেতৃবৃন্দ বলেন,
“যুবকরাই দেশের ভবিষ্যৎ। ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে যুবকদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আদর্শিক সমাজ গঠনে নিজেদের ঐক্যবদ্ধ করতে হবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ মুজাহিদ কমিটি ১নং পাথরডুবী ইউনিয়ন শাখার সদর মাওলানা মোঃ আবু সাঈদ সাহেবের মোনাজাতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে অংশ নেওয়া যুবকরা ইসলামী আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দেন।