বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার 

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ‘অবিচ্ছেদ্য’ অংশ :সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার

মোঃ শাহজাহান বাশার ,চট্রগ্রাম

“শান্তিচুক্তি করেছি স্বাধীনতার সার্বভৌমত্বকে মেনে নিয়ে, এখনো আমরা মানি।”জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ‘অবিচ্ছেদ্য’ অংশ হিসেবে মনে-প্রাণে বিশ্বাস করে বলে জানিয়েছেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ঊষাতন তালুকদার।

তিনি বলেছেন, “আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চাই না। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কোনদিন কোথাও বলেনি- বিচ্ছিন্ন হবে। বাংলাদেশ থেকে বাইরে যাবে, এটা কোনদিন বলেনি। জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ‘অবিচ্ছেদ্য’ অংশ; এটা মনে-প্রাণে বিশ্বাস করে।”

রাঙামাটি পার্বত্য জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়ামের প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা কে এস মং, জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সাধুরাম ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যা।

প্রধান অতিথির বক্তৃতায় ঊষাতন তালুকদার আরও বলেন, “শান্তিচুক্তি করেছি স্বাধীনতার সার্বভৌমত্বকে মেনে নিয়ে, এখনো আমরা মানি। ইউটিউব, ফেইসবুকে অনেক লেখা-লেখি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পার্বত্য চট্টগ্রাম স্বাধীন হয়ে যাচ্ছে। কত কী লেখা-লেখি হয়। কিন্তু এগুলো জনসংহতি সমিতি লিখে না।

তিনি আরও কটাক্ষ করে বলেন, “এগুলো কিছু আজেবাজে লোক বিভ্রান্ত করার জন্য লিখে; এগুলোর সঙ্গে জনসংহতি সমিতি সংশ্লিষ্ট নয়। এসব ভুল ধারণা থেকে সরকার, সেনাবাহিনী, পুলিশ বেরিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা রইল।”

আলোচনা সভার আগে সকালে জাতীয় সংগীত ও দলীয় সঙ্গীতের সহিত জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু করা হয়।

পরে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ও জুম্মো স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করুন; পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলন জোরদার করুন’- এই শ্লোগানে গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার আরও বলেন, “পাঠ্যবই থেকে আদিবাসী লেখা গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদে ও গ্রাফিতি স্থাপনের দাবীর আন্দোলনে হামলা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের কথা জাতিসংঘের রিপোর্টেও উঠে এসেছে।”

পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হলে অধিকার আদায়ে কেউ দাবিয়ে রাখতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত