বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সাত্তার মহুরি (৪০)নামের মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টায় উপজেলার চরাইখেলা ব্রিজের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঃ ছাত্তার কুড়িগ্রাম জর্জকোর্টের মহুরি ছিলেন তিনি ভুরুঙ্গামারী উপজেলার পাগলার হাট চর এলাকার বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শীরা জানান,দুর্ঘটনার সময় ঘন কুয়াশা কমছিলো আব্দুস সাত্তার মহুরি নিজ বাড়ি ভুরুঙ্গামারী থেকে কুড়িগ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছে।চরাইখেলা ব্রিজে পৌঁছালে বাসটি তাকে ধাক্কা দেয় মোটরসাইকেল আরোহী বাসের চাকার নিচে পিষ্ট হয় ঘটনাস্থলেই মারা যান।
নাগেশ্বরী থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা দুর্ঘটনার মূল কারণ হতে পারে।পুলিশ বাসটি জব্দ করেছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছেন।