বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টার (দৈনিক সরেজমিনে): বাংলাদেশ মুজাহিদ কমিটি -কুড়িগ্রাম জেলা শাখার ব্যবস্থাপনায় ২য় চরমোনাই খ্যাত কুড়িগ্রাম ধরলার পূর্ব পাড়ে আল্লামা ফজলুল করীম রহঃ জামিয়া ইসলামীয়া ময়দানে তিনদিন ব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হয়।
গত ১৯ ডিসেম্বর-২০২৪ইং, রোজঃ বৃহস্পতিবার জোহরের পর আমীরুল মুজাহিদীন মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম -পীর সাহেব চরমোনাই হাফিঃ এর বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়।
ইজতেমায় নায়েবে আমীরুল মুজাহিদীন মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম -শায়েখে চরমোনাই হাফিঃ সহ দেশের বিশিষ্ট আলেমে দ্বীন পীর-মাশায়েখগণ নসিহত পেশ করেন।
এলাকাবাসীর কথা অনুযায়ী বিগত বছরের তুলনায় এবছর ইজতেমায় দ্বিগুনেরও অধিক লোক উপস্থিত হয়েছে।
আরও দেখা যায় যে, শুধুমাত্র লক্ষ লক্ষ মানুষের এই জামায়াতের সাথে মোনাজাতে শরিক হওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসে। এসময় মাঠে জায়গা না পেয়ে তাঁরা রাস্তায় অবস্থান করেন।
আজ রবিবার (২২ডিসেম্বর-২০২৪) আমীরুল মুজাহিদীন মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম -পীর সাহেব চরমোনাই হাফিঃ ফজরের বয়ান করে সকলকে নিয়ে তওবা করেন অতঃপর আখেরী মোনাজাতে দেশ-বিদেশের সকলের জন্য দোয়া করে ইজতেমার সমাপ্তি ঘোষনা করেন।