মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
বাংলাদেশের পুলিশ বাহিনীর ইতিহাসে এক যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাবিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র রাখা হবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি—পুলিশ সদস্যদের কাছে আর কোনো মারণাস্ত্র থাকবে না। তাদের সেই অস্ত্রগুলো জমা দিতে হবে। যেসব সদস্যরা অস্ত্র বহনের প্রশিক্ষণপ্রাপ্ত নন, তারা যেন অস্ত্র নিয়ে রাস্তায় না নামেন।”
এই সিদ্ধান্তে স্পষ্ট হয়ে উঠছে, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব ও মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচালনা করতে চায়।
তিনি জানান,
“মারণাস্ত্রের ব্যবহার শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের হাতেই সীমাবদ্ধ থাকবে, কারণ তাদের কাজ ভিন্ন এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।”
মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তটি একদিকে যেমন পুলিশি অপব্যবহারের ঝুঁকি কমাবে, তেমনি নাগরিকদের মাঝে আস্থা ফিরিয়ে আনবে। সাম্প্রতিক বছরগুলোতে পুলিশের গুলিতে সাধারণ নাগরিক আহত বা নিহত হওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটেই এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই।