শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দামুড়হুদা জয়রামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু অফিস থেকে ফেরা হলো না আর বাড়ি। কালিয়াকৈরে বসতবাড়িতে ডাকাতি টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট  হত্যাসহ একাধিক মামলায় আদালতে সাবেক এমপি মমতাজ বেগম শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান রূপগঞ্জে কোরবানীর পশুর পরিচর্চায় ব্যস্ত খামারি চাহিদার তুলনায় পশুর সংখ্যা বেশি মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: অংশ নেন ২৭৪ প্রার্থী বিবিডিএন-এর সহায়তায় দিনাজপুরে কর্মসংস্থানের সুযোগ পেলেন প্রতিবন্ধী ব্যক্তিরা ডিসির স্বাক্ষর জাল: কক্সবাজারে ভূয়া সাংবাদিক আটক নোয়াখালীতে পুরনো কবর ভেঁকু দিয়ে খুঁড়ে নতুন মসজিদ নির্মাণে দ্বন্দ্ব

ফুলবাড়ী প্রাণ বঙ্গ মিলার্স পটেটো ক্রেকাস গোডাউনে আগুন; আহত ৪

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীস্থ প্রাণ বঙ্গ মিলার্স এর পটেটো ক্রেকাস ও টেস্টি ট্রিট গোডাউনে আগুন। এ পর্যন্ত আহত ৪ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

গত (৯ ফেব্রæয়ারী) রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলার রঙ্গামাটি গ্রামে অবস্থিত প্রাণ বঙ্গ মিলার্স এ পটেটো ক্রেকাস ও টেস্টি ট্রিট কারখায় এই আগুন লাগে। প্রাণ বঙ্গ মিলার্স এর নিজস্ব ফায়ার ফাইটার এর দায়িত্বে থাকা ইমরান বলেন,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, কারখানায় থাকা গ্যাস লিকেজের কারনে এই আগ্নিকান্ডের উৎপত্তি হতে পারে। তদন্ত করে সঠিক বিষয় জানা যাবে। আগুন নিয়ন্ত্রনে ফুলবাড়ী,বিরামপুর,পার্বতীপুর থেকে আসা ফায়ার সাভির্সের ৩টি ইউনিট প্রায় ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনের আনে। পরে প্রাণ বঙ্গ মিলার্সের আগুনে লাগা ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল।

ফুলবাড়ী বঙ্গ মিলার্স লিমিটেড এর মাহা ব্যবাস্থাপক জাকারিয়া হোসেন জাকির বলেন,আগুনে এ পর্যন্ত কত পরিমানের ক্ষয় ক্ষতি হয়েছে তা নিরোপন করা যায় নাই। সঠিক হিসাব জানতে একটু সময় লাগবে।

সংবাদটি শেয়ার করুন :

১০

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত