শনিবার, ০৩ মে ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
রংপুরে পোষা মুরগীকে ধর্ষণের অভিযোগে তোলপাড়: অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে নেমেছে প্রশাসন গোবিন্দগঞ্জে পুকুর খনন কালে একটি পুরাতন কালো মূর্তি উদ্ধার মেহেরপুরে বায়তুল নূর জামে মসজিদের দান বাক্সের টাকা চুরি- রুবেল আটক যশোরে অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালাল সৎ পিতা, উঠে এল স্ত্রীর আসনে! কুড়িগ্রামের নদী থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন জাতের দেশীয় মাছ ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ। ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন র‍্যাবের অভিযানে অটো চালক হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার-৪

ফেইসবুকে পাবজি গেম বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে সিটিটিসি

মোঃ আলামিন হোসেন

  • গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি

ফেইসবুকে ফেক আইডি খুলে পাবজি গেম বিক্রয়ের চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়া এক পেশাদার প্রতারককে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতের নাম- এম কে সিয়াম (২২)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি রাতে ঘটিকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় সিয়ামকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন বিভাগ। এ সময় তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নারীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ফেইক আইডি খুলে। সে উক্ত ফেইক আইডিতে পাবজি গেম বিক্রয়ের নানা চমকপ্রদ বিজ্ঞাপনের প্রচারণা চালাতো। পরবর্তীতে সে প্রতারণার মাধ্যমে ভিকটিমদের নিকট হতে বিকাশ/নগদ একাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। এরূপ প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সিয়ামের বিরুদ্ধে গত ৫ জুন ২০২৪ তারিখ ডিএমপির শাহজাহানপুর থানায় একটি প্রতারণার মামলা রুজু করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।

সিটিটিসি সূত্র আরো জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় প্রতারক সিয়ামের অবস্থান সনাক্ত করা হয়। অতঃপর সিটিটিসির একটি চৌকস আভিযানিক দল গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন জীবনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড উদ্ধার করা হয় এবং উক্ত মোবাইল ফোনে তিনটি ফেইক ফেইসবুক আইডি সনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সিটিটিসি জানায়, গ্রেফতারকৃত সিয়াম উল্লিখিত প্রতারণার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে আরো জানায়, সে গত দুই বছর ধরে এইরূপ প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত