বুধবার, ২১ মে ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
আব্দুল মতিন মুন্সী : (বোয়ালমারী, ফরিদপুর)
গত ১২ ই মে বোয়ালমারী উপজেলার বোয়ালমারী ভাঙ্গাড়ী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল আমিন কে গভীর
রাতে পুলিশ আটক করেছে।
জানা যায় ভাঙ্গাড়ী ব্যবসায় আড়ালে এরা মুলত চোরাই মালের কেনা বেচা করে। সে জন্য এলাকায় বিভিন্ন মাল চুরি হয়।
সে রকমের ই আল আমিন কে বিদ্যুতের প্রায় ২ মন সরঞ্জাম ক্রয় করার সন্দেহে গভীর রাতে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।