শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
আব্দুল মতিন মুন্সী
(ফরিদপুর, বোয়ালমারী ) প্রতিনিধি : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মৃত মো ধনা উল্লা এবং তার ছেলেরা ( মো আবু বক্কার, মো আজিজার রহমান গং) ভুয়া জাল দলিল করে জমি দখলের চেষ্টা করছে।
এই তথ্যর ভিত্তিতে মো আবু বক্কার গংদের নিকট বক্তব্য জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলবে না বলে সাংবাদিককে হুমকি প্রদান করেন।
ভুক্তভোগী মো রেজাউল করিম বলেন, আমরা নির্যাতনের স্বীকার , গত ১৭ বছর কথা বলতে পারি নাই। জমি আমাদের তারা ভুয়া জাল দলিল করে জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়ছেন।
আমি আওয়ামী দোসর আবু বক্কার গং দের খপ্পর থেকে আমাদের জমি ফেরত চাই। আমরা খুবই দরিদ্র লোক, আমাদের পক্ষে এত ঝামেলা করে চলতে পারি না।