সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা যুবদলের কর্মশালার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আকচা ইউনিয়নের ১০ গ্রামের মানুষ কোনো প্রতিশ্রুতিই আর বিশ্বাস করে না । পাঁচবিবির আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যান মিল্টনের অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান, দিনাজপুরে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে গরু বিতরণ অনুষ্ঠানে বিরল ইউএনও নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতিয় শিক্ষা পদক ও মা সমাবেশ অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বুড়িচংয়ের ইউপি চেয়ারম্যান সাহেব আলী গ্রেপ্তার ঢাকা-জাপান ফ্লাইট সাময়িকভাবে স্থগিত, যাত্রীদের জন্য অর্থ ফেরতের ঘোষণা বোয়ালমারীর ময়না ইউনিয়নের বিলস্রারাইল গ্রামের জোরপূর্বক বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ নবাবগঞ্জে আদিবাসীর জমি দখলের ঘটনায় আদালতে মামলা

বোয়ালমারীর ময়না ইউনিয়নের বিলস্রারাইল গ্রামের জোরপূর্বক বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ

 

আব্দুল মতিন মুন্সী :

বোয়ালমারী, ফরিদপুর প্রতিনিধি

বোয়ালমারীতে জোরপূর্বক বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে মুরাদ ও ফুরাদের বিরুদ্ধে, জানা যায় উপজেলা ময়না ইউনিয়নের মৃত ইসমাইলের শেখের ছেলে মোহাম্মাদ শেখ ১৬ শতাংশ জমিতে প্রায় ৩০ বছর ঘরবাড়ি তুলে বসবাস করে আসছে।

এর ভিতরে ঐ জমি সালাম শেখ নামে আর একজন বিএস মিউটেশনে মালিক দাবি করে বৃহস্পতিবার ১৫ ই মে লোকজন এনে ঘরবাড়ি ভাঙচুর করে দখলে নিয়েছেন।

সরজমিনে গিয়ে জানা যায় ঘর ভেঙে টিন খুঁটি ও আসবাবপত্র অন্যএ সরিয়ে রেখেছেন। জমির মালিক মোহাম্মদ শেখ বলেন আমরা চার ভাই মিলে ২০০৩ সালে ২৭ শে মে জমির মূল মালিক আরজন শেখ এর কাছ থেকে ১২ শতাংশ এবং ভানুমতির কাছ থেকে ১৯৯৮ সালের ৭ই ডিসেম্বার, মাঠ থেকে ৭ শতাংশ এবং বাড়ির জমি থেকে ৪ শতাংশ জমি ক্রায় করে ভোগ দখল করে আসছি।

এই জমি নিয়ে অনেক আগে থেকে সালাম শেখ ঝামেলা করে আসছে। এর মধ্যে তার ছেলে মুরাদ শেখ সহ অন্যান্য লোক জন গত তিন দিন আগে আমাকে ও আমার ভাতিজাদের মারার জন্য খুজে বেড়াচ্ছে।

বাড়িতে মহিলারা বাদে আমরা পুরুষ লোক বহিরে থাকছি ওদের ভয়ে। এর মধ্যে শুনি বৃহস্পতিবার ১৫ই মে সকালে তারা লোকজন এনে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে জমি দখলে নিচ্ছেন।

তবে এই জমির রেকট সংশোধনী জন্য কোটে মামলা চলমান কিন্তুু এর মধ্যে তারা জোর পূর্বক দখল করে বসত বাড়ি রান্নাঘর গোয়াল ঘর ভাংচুর করে আমাদের নগদ টাকা সহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল ধংস করেছে তারা। আমরা এর সঠিক বিচার চাই, সেই সাথে আমাদের পরিবারগুলো অনিরাপদ অবস্থায় রয়েছে।

অপর দিকে রেকডিও মূলের মালিক সালাম শেখ বলেন ১২ শতাংশ জমি আমার নামে রেকর্ড হয়েছে এই জমি আজিজ মিলিটারির ছিল। আমরা তাদের কাছ থেকে এয়াজ বদল করি, আমরা দশ শতাংশ জমি দিয়ে ১২ শতাংশ জমি নিয়েছি যা দীর্ঘদিন মুহাম্মদরা ৪ ভাই ভোগ দখল করে এসেছে এই জমি গ্রামীরা তাদের ঘরবাড়ি ভাঙচুর করে ফাঁকা করে দিয়েছে।

বোয়ালমারী থানা ইনচার্জ বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত