সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
আব্দুল মতিন মুন্সী :
বোয়ালমারী, ফরিদপুর প্রতিনিধি
বোয়ালমারীতে জোরপূর্বক বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে মুরাদ ও ফুরাদের বিরুদ্ধে, জানা যায় উপজেলা ময়না ইউনিয়নের মৃত ইসমাইলের শেখের ছেলে মোহাম্মাদ শেখ ১৬ শতাংশ জমিতে প্রায় ৩০ বছর ঘরবাড়ি তুলে বসবাস করে আসছে।
এর ভিতরে ঐ জমি সালাম শেখ নামে আর একজন বিএস মিউটেশনে মালিক দাবি করে বৃহস্পতিবার ১৫ ই মে লোকজন এনে ঘরবাড়ি ভাঙচুর করে দখলে নিয়েছেন।
সরজমিনে গিয়ে জানা যায় ঘর ভেঙে টিন খুঁটি ও আসবাবপত্র অন্যএ সরিয়ে রেখেছেন। জমির মালিক মোহাম্মদ শেখ বলেন আমরা চার ভাই মিলে ২০০৩ সালে ২৭ শে মে জমির মূল মালিক আরজন শেখ এর কাছ থেকে ১২ শতাংশ এবং ভানুমতির কাছ থেকে ১৯৯৮ সালের ৭ই ডিসেম্বার, মাঠ থেকে ৭ শতাংশ এবং বাড়ির জমি থেকে ৪ শতাংশ জমি ক্রায় করে ভোগ দখল করে আসছি।
এই জমি নিয়ে অনেক আগে থেকে সালাম শেখ ঝামেলা করে আসছে। এর মধ্যে তার ছেলে মুরাদ শেখ সহ অন্যান্য লোক জন গত তিন দিন আগে আমাকে ও আমার ভাতিজাদের মারার জন্য খুজে বেড়াচ্ছে।
বাড়িতে মহিলারা বাদে আমরা পুরুষ লোক বহিরে থাকছি ওদের ভয়ে। এর মধ্যে শুনি বৃহস্পতিবার ১৫ই মে সকালে তারা লোকজন এনে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে জমি দখলে নিচ্ছেন।
তবে এই জমির রেকট সংশোধনী জন্য কোটে মামলা চলমান কিন্তুু এর মধ্যে তারা জোর পূর্বক দখল করে বসত বাড়ি রান্নাঘর গোয়াল ঘর ভাংচুর করে আমাদের নগদ টাকা সহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল ধংস করেছে তারা। আমরা এর সঠিক বিচার চাই, সেই সাথে আমাদের পরিবারগুলো অনিরাপদ অবস্থায় রয়েছে।
অপর দিকে রেকডিও মূলের মালিক সালাম শেখ বলেন ১২ শতাংশ জমি আমার নামে রেকর্ড হয়েছে এই জমি আজিজ মিলিটারির ছিল। আমরা তাদের কাছ থেকে এয়াজ বদল করি, আমরা দশ শতাংশ জমি দিয়ে ১২ শতাংশ জমি নিয়েছি যা দীর্ঘদিন মুহাম্মদরা ৪ ভাই ভোগ দখল করে এসেছে এই জমি গ্রামীরা তাদের ঘরবাড়ি ভাঙচুর করে ফাঁকা করে দিয়েছে।
বোয়ালমারী থানা ইনচার্জ বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়া হবে।