শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
আব্দুল মতিন মুন্সী – (বোয়ালমারী, ফরিদপুর প্রতিনিধি)
বোয়ালমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা শ্রমিক দল। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি।
সকাল থেকেই বোয়ালমারী পৌরসভা প্রাঙ্গণে সমবেত হন উপজেলা শ্রমিক দলের নেতাকর্মী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শ্রমিকদের অধিকার, মর্যাদা এবং ন্যায্য দাবির পক্ষে আলোচনার মাধ্যমে দিনটির তাৎপর্য তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা পৌরসভা অফিস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন—
খন্দকার নাসিরুল ইসলাম সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদি কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি।
অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক বোয়ালমারী উপজেলা বিএনপি।
আতাউর রহমান সাবেক সহ সভাপতি, পৌর বিএনপি
মো লুৎফর রহমান সভাপতি বোয়ালমারী উপজেলা কৃষক দল
মোঃরবিউল ইসলাম সম্রাট সচিব, বোয়ালমারী উপজেলা যুব দল
সন্জয় সাহা , আহবায়ক বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দল
মো আমিনুল ইসলাম , আহবায়ক বোয়ালমারী পৌর যুবদল
মো আবু জাফর শেখ সভাপতি , বোয়ালমারী উপজেলা শ্রমিক দল
মো শাহাজাহান সাধারন সম্পাদক বোয়ালমারী উপজেলা শ্রমিক দল
সৈয়দ দেলোয়ার হোসেন হেলিম সাবেক সভাপতি বোয়ালমারী উপজেলা কৃষক দল
মো চাঁদ মিয়া সভাপতি, বোয়ালমারী পৌর কৃষক দল
আব্দুল মতিন মুন্সী দপ্তর সম্পাদক বোয়ালমারী উপজেলা শ্রমিক দল
আরেফিন রাব্বি সদস্য সচিব উপজেলা ছাত্র দল
এছাড়া, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন।
শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বর্তমান সময় শ্রমিকদের জীবনযাত্রা ব্যয় বেড়েছে, অথচ ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি। তাই শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে সংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই।