বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহান: সাহসিকতা ও ভালোবাসার প্রতীক

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণপাড়া উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান তাঁর দক্ষ নেতৃত্ব ও সাহসী পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। উন্নয়ন, সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে তিনি উপজেলাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছেন।

উন্নয়নের ধারাবাহিকতায় নতুন দিগন্ত

ইউএনও মাহমুদা জাহান দায়িত্ব গ্রহণের পর থেকে ব্রাহ্মণপাড়ার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। রাস্তা সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ভূমি ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

অভিযান ও জনসচেতনতা বৃদ্ধি

জনস্বার্থ রক্ষায় তিনি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। অবৈধ দখল, মাদকবিরোধী অভিযান এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছেন। খাদ্যে ভেজাল প্রতিরোধে বাজার পর্যবেক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা প্রশংসনীয়।

নারী ও শিশু অধিকার সুরক্ষা

নারী ও শিশু অধিকার সুরক্ষায় তিনি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতকরণে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন।

জনগণের কাছে সহজপ্রাপ্য প্রশাসন

জনগণের দোরগোড়ায় প্রশাসনের সেবা পৌঁছে দিতে তিনি নিয়মিত ‘সাপ্তাহিক গণশুনানি’ চালু করেছেন। এতে সাধারণ মানুষ সরাসরি ইউএনওর কাছে তাদের সমস্যার কথা বলতে পারছেন এবং দ্রুত সমাধান পাচ্ছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা ও আশাবাদ

মাহমুদা জাহান ব্রাহ্মণপাড়াকে একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তার নেতৃত্বে উপজেলা আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে আশাবাদী স্থানীয় জনগণ।

উপজেলাবাসীর প্রতিক্রিয়া

স্থানীয় বাসিন্দারা বলছেন, “ইউএনও মাহমুদা জাহান আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। তার আন্তরিকতা, দক্ষতা ও সাহসী পদক্ষেপের কারণে ব্রাহ্মণপাড়া উপজেলায় ইতিবাচক পরিবর্তন এসেছে।”

 

ইউএনও মাহমুদা জাহানের নেতৃত্ব ও সাহসিকতা ব্রাহ্মণপাড়ার মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তার অব্যাহত প্রচেষ্টা ও জনসেবামূলক কার্যক্রম উপজেলাকে আরও উন্নত ও সমৃদ্ধ করবে বলে সকলে আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত