রবিবার, ১১ মে ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসায় অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ নতুন চায়ের দোকান নিয়ে মোহাম্মদ নাজিম ভাইয়ের পাশে আল মুসাইদাহ ফাউন্ডেশন বগুড়ায় আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ঝুমুর সরকার আটক ডিসের লাইনে এনালগ বন্ধ ও ডিজিটাল চালু করনে ফুলবাড়ীতে স্যাট ভিশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ‎খুলনায় তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার  সমাবেশ সফল করার লক্ষ্যে সেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা। চুয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলায় আজ শনিবার বেলা ১১ টায় জীবননগরের উথলী ডিগ্রী কলেজ হলরুমে চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর মুজিবনগরে ভুয়া চিকিৎসকের ৩ মাস, সহযোগীর ১ মাস কারাদণ্ড চিলমারীতে মৃত্যু হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশ কুড়িগ্রামে দাফন  মরহুম এনামুল হক কাদা মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা 

ভারত সীমান্তে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার পর দেশে আসার সময় ৯ জন বাংলাদেশিকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ৯মে (শুক্রবার) সন্ধ্যা ৭ টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরল থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।

আটককৃতরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার নাগরবাড়ী গ্রামের মৃত খোকা মোহাম্মদের ছেলে মতিউর রহমান (৪৫), মানিকপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), রতনুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে সামিউল ইসলাম (৩৫), ওকড়া গ্রামের মনছুর আলীর ছেলে নুরজামাল (৪০), বোচাগঞ্জ উপজেলার বড়সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রমজান আলী (২৩), মোবারকপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আরমান আলী (২৫) ও তার ভাই কাজল ইসলাম (২০), গোপালপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে নাঈম হোসেন (২৩) এবং সাহাজুল ইসলামের ছেলে রিপন ইসলাম (২৭)।
মামলা সুত্রে জানা গেছে পাশ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার উদ্যেশে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বিভিন্ন সময় ভারতে গিয়েছিল ৯ জন শ্রমিক। বৃহস্পতিবার দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা পর হয়ে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলো। বৃহস্পতিবার রাতে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ৬৩ বিএসএফ ক্যাম্পের একটি টহল টিম তাদেরকে আটক করে বিরল কিশোরীগঞ্জ বিজিবিকে জানায়।
পরে শুক্রবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত ৯ বাংলাদেশিকে কিশোরীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ। শুক্রবার রাতে ৯জনকে বিরল থানায় হস্তান্তর করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ৯ জন বাংলাদেশির বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করছে বিজিবি। আসামীদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত