মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চর উন্নয়ন না রাজনৈতিক পুনঃদখল? উলিপুরে বিতর্কিত সাইনবোর্ড” পিরোজপুরের আলোচিত বিস্ফোরক, চাঁদাবাজি ও হত্যা মামলার কুখ্যাত সন্ত্রাসী নাছির কারাগারে বোয়ালমারীতে ভাঙ্গাড়ী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আটক””” পুলিশের হাতে আর থাকবে না মারণাস্ত্র: আইনশৃঙ্খলা ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার কক্সবাজারে নাগরিক ভাবনা- জাতীয় ঐক্যমত্য ছাড়া মানবিক করিডোর দেয়া যাবে না ভালুকায় বোনাস ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বিরলে ভারত -বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় বিজিবি কর্তৃক এক বৃদ্ধ আটক ভূরুঙ্গামারীতে বোরো ধানের বাম্পার ফলন, দামে হতাশ কৃষক

ভালুকায় বোনাস ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

 

আবুল কালাম আজাদ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ঈদ বোনাস ও দুই মাসের বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা দাবিতে ময়মনসিংহের ভালুকায় প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন রোর ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (১২ মে ২০২৫) সকালে ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় মহাসড়ক অবরোধ করে তাদের দাবির পক্ষে বিক্ষোভ প্রদর্শন করে। এতে মহাসড়কের ওই স্থানে দীর্ঘ যানজট লেগে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পোশাক শ্রমিক ও পুলিশ জানায়, ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় রোর ফ্যাশন লিমিটেড নামের ওই পোশাক কারখানাটির অবস্থান। কারখানাটিতে প্রায় এক হাজার ৫০০ শ্রমিক কর্মরত ছিলেন। এদিকে ওই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন, গত ঈদ বোনাস ও অন্যান্য পাওনা ৪ মার্চ না হয় ১১ মার্চ পরিশোধ করার কথা বলে গত ২৬ মার্চ কারখানাটি লে-অফ ঘোষণা করে। কিন্তু পূর্ব ঘোষণা মতে গত ৪ মার্চ বা গত রবিবার (১১ মে) শ্রমিকদের বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি।

ফলে শ্রমিকরা তাদের দাবি আদায়ে আজ সোমবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে ভালুকার কাঁঠালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে মানববন্ধন ও পরে মহাসড়কে নেমে আসে এবং প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। খবর পেয়ে, থানা, হাইওয়ে, শিল্প পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে দিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেন।
মহাসড়ক অবরোধকারী শ্রমিকদের দাবি, তাদের গত ঈদ বোনাস, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের বেতন ও অন্য সুবিধাদি পাওনা রেখে কর্তৃপক্ষ করখানা বন্ধ করে দেন।

গত ৪ মার্চ না হয় ১১ মার্চ তাদের পাওনা পরিশোধ কথা থাকলেও করা হয়নি। তাই পাওনা টাকা আদায়ের জন্যে বাধ্য হয়ে প্রথমে তারা মানববন্ধন এবং পরে মহাসড়ক অবরোধ করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, রোর ফ্যাশন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলে গত ২৬ মার্চ কারখানটি লে-অফ ঘোষণা করে। গত ৪ মার্চ না হয় ১১ মার্চ শ্রমিকদের বকেয়াসহ অন্যান্য পাওনা পরিশোধ করা কথা ছিল। পূর্ব ঘোষিত তারিখে ওই সব না পেয়ে ওই কারখানার তিন-চার শত বিক্ষুব্ধ শ্রমিক মহাসড়ক অবরোধ করেন।

পরে আগামী ২৫ মে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে যান। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত