মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
জাতীয় পার্টি রংপুর মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন কুড়িগ্রাম উলিপুরে বুড়ি-তিস্তা নদীর গড় কেটে মাটি বিক্রি: হারুনর রশীদকে ১৫ দিনের কারাদণ্ড বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে দিপু ভূঁইয়ার নেতৃত্বে হাজারো জনতার স্রোত নওগাঁর মহাদেবপুর কুড়াল মন্ডল পাড়া হারুন রশীদ নামের এক কৃষকের বর্জ্রপাতে মৃত্যু কসবা সীমান্ত দিয়ে গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারীর অনুপ্রবেশ: ঢাকায় হাসপাতাল থেকে বিজিবির অভিযানে আটক সুজন বর্মন ঈদগাঁওতে ক্যাসিনো কাণ্ডে ১ ব্যাংক কর্মকর্তাকে আদালতে সোপর্দ নোয়াখালীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, ঢাকায় শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন ভালুকায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়ির মালিক খুন

ভালুকায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়ির মালিক খুন

 

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় প্রতিবেশী বাড়ির ভাড়াটিয়ার ছুরিকাঘাতে রফিকুল ইসলাম রতন (৪০) নামে এক বাড়ির মালিক খুন হয়েছে, ঘাতক খুনি চুন্নু মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। অবৈধ সম্পর্ক ও পারিবারিক কলহকে কেন্দ্র করে হত্যা কান্ডটি সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, সোমবার (৫ মে ২৫) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সিডস্টোর লবণকোঠা গ্রামে তাইজুদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত রতন ওই গ্রামের মৃত মিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রতন বাড়ির পাশেই তাইজুদ্দিনের চায়ের দোকানে বসে ছিল, আচমকা চুন্নু মিয়া দৌড়ে এসে হাতে থাকা ছুরি দিয়ে উপরাউপরি পিঠে একাধিক আঘাত করে, এতে রতন গুরুতর আহত হয়, পরে স্থানীয়রা রতনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত বলে ঘোষণা করে। রতনকে হত্যা করে খুনি চুন্নু মিয়া নিজ ভাড়া বাসায় আত্মগোপন করে। পরে খবর পেয়ে ভালুকার মডেল থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ওই বাসায় অভিযান চালিয়ে চুন্নু মিয়াকে গ্রেপ্তার করেন। নিহত রতনের সাথে আসামির স্ত্রীর অবৈধ সম্পর্ক ও পারিবারিক কলহকে কেন্দ্র করে হত্যা কান্ডটি সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসামী চুন্নু মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টাঙ্গাটিপাড়া মৃত তোতা মিয়ার ছেলে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সিডস্টোর লবণকোঠা গ্রামের নজরুল ইসলামের ভাড়া বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন এবং তার স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।

স্থানীয় মোসলেম উদ্দিন বলেন, “আমিও ওই চায়ের দোকানে বসে চা পান করছিলাম এ সময় চুন্নু মিয়া দৌড়ে এসে কোন কিছু না বলেই রতনের পিঠে একাধিক ছুরিকাঘাত করে, আমি বাধা প্রদান করলে আমাকেও ছুরিকাঘাতের চেষ্টা করে, তখন আমার হাতে থাকা কাপের চা খুনি মুখে ছুড়ে মেরে নিজেকে আত্মরক্ষা করি। পরে দৌড়ে তার বাসায় গিয়ে আত্মগোপন করে।” আশপাশের লোকজন জানতে পেরে বাড়ির চার পাশ গিড়ে ফেলে এবং পুলিশকে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। হত্যা কান্ডের আসল কারণ তদন্ত পূর্বক আসামিকে জিজ্ঞেসাবাদ শেষে বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত