সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম জাহিদ হাসান (৪০)। গতকাল শনিবার ১০ মে ২৫ সন্ধ্যায় উপজেলার তামাট-বাটাজোর সড়কের তামাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, জাহিদ হাসান তামাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে তামাট বাজারে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে জাহিদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে জাহিদের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।